ছবি : মেসেঞ্জার
রাজশাহীতে বেসরকারি সংস্থা পরিবর্তন, ক্লিন ও বিডাব্লিউজিইডির যৌথ উদ্যোগে রাজশাহীতে এক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর বড়কুঠি এলাকায় এই আয়োজনের নতুন বছরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হওয়ার আহবান জানানো হয়। বিশেষ করে, "আমাদের একটি স্বপ্ন বাংলাদেশের প্রতিটি ঘরের ছাদে থাকবে একটি সোলার প্যানেল" এই স্লোগানটির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ছাদে সৌর প্যানেল স্থাপনের একটি স্বপ্ন দেখা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশ বাড়ার ফলে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো একান্ত প্রয়োজন। সৌর শক্তি হলো নবায়নযোগ্য শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস এবং বাংলাদেশের মতো দেশের জন্য এটি একটি বড় সম্ভাবনা। অনুষ্ঠানে বক্তব্য দেন দীপ্ত টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আদনান, পরিবর্ন পরিচালক রাশেদ রিপন, প্রোগ্রাম অফিসার সোমা হাসান, নারী নেত্রী পিয়া শেখ, নুপুর খাতুন এবং সাবিনা খাতুন। তারা বলেন, আমরা চাই বাংলাদেশের প্রতিটি বাড়ি সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করুক। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে দেশের বিদ্যুৎ সংকটও কিছুটা হলেও কমবে।" অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষও সৌর শক্তির ব্যবহার বাড়ানোর পক্ষে মতামত ব্যক্ত করেন।
তারা আরএ বলেন, সরকার যদি সৌর প্যানেল স্থাপনের প্রক্রিয়া সহজ করে এবং সহযোগিতা করে, তাহলে তারা নিজেরাও সৌর প্যানেল স্থাপন করতে আগ্রহী। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর মানুষের মধ্যে নবায়নযোগ্য শক্তির প্রতি সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আশা করা যায়, এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশকে একটি শূন্য কার্বন নির্গমণকারী দেশে পরিণত করতে সাহায্য করবে।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার