ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৯:০৭, ১৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

ছবি : মেসেঞ্জার

আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।‌ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। উক্ত কর্মী সম্মেলন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগতকরণে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন এসময় জানান, ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল প্রধান মো. মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

এসময় তিনি আরও জানান, দিনব্যাপী কর্মী সম্মেলনে ৪ লাখ নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন তারা। এছাড়া জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি আমিরুল ইসলাম, তালিমুল কুরআনের সভাপতি মহি উদ্দিন, পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, আরিফুল ইসলাম, শিবিরের শহর শাখার সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম প্রমুখ।

মেসেঞ্জার/তুষার