ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ইউএনও’র উপহার হিসেবে কম্বল পেয়ে খুশি রায়পুর আশ্রয়ণের বাসিন্দারা

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৯:২৭, ১৩ জানুয়ারি ২০২৫

ইউএনও’র উপহার হিসেবে কম্বল পেয়ে খুশি রায়পুর আশ্রয়ণের বাসিন্দারা

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপির আশ্রয়ণ প্রকল্পে ঘুরে ঘুরে কনকনে শীতে জুবুথুবু শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ইউএনও’র এভাবে শীতবস্ত্র নিয়ে যাওয়ায় উচ্ছসিত নিম্ন আয়ের মানুষ। গত ১০ দিন যাবত উপজেলার আশ্রয়ণ প্রকল্প, এতিমখানাসহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

উপজেলার কারিমিয়া আশ্রয়ণের ষাটোর্ধ বৃদ্ধা রাজিয়া বেগম ও আজেম উদ্দিন বলেন, আগে শুনছি সরকার থেকে ইউএনও স্যাররা কম্বল দেয়। তবে কখনো পায়নি। এবারই প্রথম আমাদের আশ্রয়ণে এসে গরিব মানুষগুলাক কম্বল দিয়ে গেছে ইউএনও।

রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আর সুমন বলেন, বিগত সময়ে কিছু জনপ্রতিনিধিরা সরকারি কম্বল আত্মসাৎ করেছে। এই প্রথম চব্বিশের গণঅভ্যুত্থানের পর উপজেলা প্রশাসনের কম্বল প্রকৃত সুবিধাবাদী মানুষের হাতে পৌঁছাচ্ছে। আর এই কার্যক্রমে প্রতিটি কম্বল ইউএনও আশ্রয়ণ প্রকল্প ও এতিমখানায় ঘুরে নিজ হাতে বিতরণ করছেন। ইউএনওর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে ইউএনও মো. ইমরান খান বলেন, তীব্র শীতে উপজেলার অসহায় মানুষ যাতে কষ্ট না করে সেজন্য শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ১০/১৫ দিন যাবৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজেই মধ্যরাতে গাড়ি বহরে কম্বল নিয়ে ঘুরে ঘুরে আশ্রয়ন প্রকল্প, এতিমখান, মাদ্রাসা, তৃতীয় লিঙ্গ, রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষসহ বিভিন্ন গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মেসেঞ্জার/সুমন/তুষার