ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে বালুর বাঁধ ভেঙে মাটি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ জানুয়ারি ২০২৫

দোয়ারাবাজারে বালুর বাঁধ ভেঙে মাটি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বাম তীরে ১৪ নাম্বার পিআইসির ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। অবশেষে বালুর বাঁধ ভেঙে দিয়ে একই স্থানে ফের মাটি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলা পাউবো কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দোয়ারাবাজার উপজেলার এসও সাদ্দাম হোসেন জানান, বক্তারপুরের ১৪ নাম্বার পিআইসিতে বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ পেয়ে সেখানে কাজ বন্ধ রাখা হয়েছিল। আজকে স্থানীয় কৃষক, পাউবো ও পিআইসি সংশ্লিষ্টদের উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মান করা হয়েছে।

মেসেঞ্জার/আশিস/তুষার