ছবি : সংগৃহীত
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তারুণ্য মেলা।
সোমবার (১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও সরকারি কলেজের মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাম্মৎ জিন্নাতুন নাহার। এর আগে মেলা উপলক্ষে মুক্তমঞ্চে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক সামিউল ইসলাম, অধ্যাপক জুলফিকার আলী, অধ্যাপক আলী মনসুর ও সহযোগি অধ্যাপক আবুল কালাম আজাদ।
মেলায় তরুণদের উদ্ভাবনী ও উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তুলতে ১৮টি স্টল প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি হস্তশিল্প, লোকসংগীত, সাহিত্য ও সংস্কৃতির খাবার এবং পোশাকসহ স্থানীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
মেসেঞ্জার/আরিফ/তুষার