ছবি : মেসেঞ্জার
নাটোরে নলডাঙ্গায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরূমে এ কর্মশালা হয়। কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার দল অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম কর্মশালার শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাসিবুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার আবদুল্লাহ আনসারী, এটিও মজিবুর রহমান প্রমুখ। কর্মশালায় মাধনগর ইউনিয়নের দল চ্যাম্পিয়ন হয়।
মেসেঞ্জার/আরিফ/তুষার