ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শেষে বাকশিস নওগাঁ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের আংশিক এই কমিটিতে মোশাররফ হোসেনকে সভাপতি এবং সাহরিয়ার ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) নওগাঁ শহরের আয়োজন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দুপুরে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান।
বাকশিস নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাকশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মুকুল, বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক, শিক্ষক নেতা গোলাম সরওয়ার, এসএম মোস্তাক আহম্মেদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
মেসেঞ্জার/বেলায়েত/তুষার