ক্যাপশন: পটিয়ায় তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করছেন ইউএনও ফারহানুর রহমান - টিডিএম।
তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারহানুর রহমান, বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া, সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস, স্থানীয় সরকারের উপজেলা প্রকৌশলী কমল কান্তি দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শাহাবুদ্দিন, সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সহকারী প্রকৌশলী অনুপম সিকদার, উপ-সহকারী প্রকৌশলী শফিকুর ইসলাম, অপু আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও সচিববৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'- এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পটিয়া সদরে র্যালি ও দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইউএনও ফারহানুর রহমানের নেতৃত্বে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে মূল সড়ক ও উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান নিজ হাতে মশক নিধনে ঔষধ স্প্রে করার মাধ্যমে এ অভিযান উদ্বোধন করেন। এ সময় ইউএনও ফারহানুর রহমান বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তিনি সব নাগরিককে নিজ বাড়ির আঙিনাসহ পুরো আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করার আহবান জানান।
মেসেঞ্জার/রানা/তুষার