ছবি : মেসেঞ্জার
১০ দফা দাবীতে প্রধান উপদেষ্ঠার নিকট স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানুরের মাধ্যমে প্রধান উপদেষ্ঠার নিকট এ স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আল কাদেরী জয়, কেন্দ্রীয় সদস্য স ম ইউনুছ, সেলিম উদ্দিন, নাসু মিয়া, আহমদ নুর, অলক চক্রবর্তী, মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগোষ্ঠীর ৮০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। চরম অবহেলার পরও জিডিপির শতকরা ১৪ ভাগ আসে কৃষি থেকে। সার-বীজ, কীটনাশক-সেচ, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম দফায় দফায় বাড়ছে। কৃষকের উৎপাদন খরচ বাড়ছে কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশাচ্ছন্ন হয়ে পড়ছে । কৃষিপ্রধান দেশে কৃষকরা আজ অবহেলিত। প্রকৃত কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন না। এমনকি কৃষক-ক্ষেতমজুররা সরকারি সকল সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই সহজ শর্তে কৃষকদের সকল ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেয়া এবং সারা বছর আর্মি রেটে গ্রামীণ রেশনিং চালু করাসহ কৃষি ও কৃষক রক্ষায় সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে দেওয়া দফাগুলো হলো, সার, ডিজেল-সহ কৃষি উপকরণের দাম কমানো, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরকারি ভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা, আর্মি রেটে গ্রামীণ রেশনিং চালু করা, সহজ শর্তে বিনাসুদে সকল কৃষককে কৃষি ঋণ দেয়া নিশ্চিত করা।
মেসেঞ্জার/রানা/তুষার