ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ১৩ জানুয়ারি ২০২৫

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন 

ছবি : মেসেঞ্জার

দক্ষিণ চট্টগ্রামের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের ১৩৯তম ওরশ শরীফ বুধবার ১৫ জানুয়ারি মহা সমারোহে দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফ উপলক্ষে এখন থেকেই দুর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন ভক্তবৃন্দ। ওরশ শরীফকে কেন্দ্র করে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে আমির ভান্ডার দরবার শরীফ এলাকা। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশ থেকে লক্ষাধিক ভক্ত অনুরক্তের অংশগ্রহণের ফলে পুরো পটিয়া শহর লোকে লোকারণ্য হয়ে যাবে বলে সোমবার (১৩ জানুয়ারি) দরবার শরীফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জমান শাহ (র:) এর ওরশ শরীফ উপলক্ষে এবার বেশ কিছু নির্দেশনা জারির পাশাপাশি ভক্তবৃন্দের যাতায়াতের সুবিধার্থে এবং শৃঙ্খলা রক্ষায় বিশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে মঞ্জিলসমূহে মাইকের ব্যবহার এবং এক ফেয়ারের বেশি সাউন্ড ব্যবহার, রেকর্ড করা যেকোন সঙ্গীত ও আশপাশে ডিজে পার্টি নিষিদ্ধ করা হয়েছে বলে সোমবার পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সব মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওরশ পরিচালনা ও শৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক আবেদ আমিরী। এতে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক ইলিয়াছ চৌধুরী ভূট্টো, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, মোহাম্মদ মনছুর, আবছার উদ্দিন সোহেল, সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর আমিরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য মনছুর আলম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ কালাম, মোহাম্মদ ফারুক, আকবর হোসেন, লোকমান, মানিক,মনজুরুল আলম। আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ আরিফুজ্জমান আমিরী, এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে আমির ভান্ডারী পীরে তরিকত্ব শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী প্রমুখ।

শৃঙ্খলা রক্ষায় গৃহিত সিদ্ধান্তসমূহ হলো, ১৪ জানুয়ারি খতমে বুখারী শরীফ ও ১৫ জানুয়ারি ভোর থেকে সম্মিলিত আওলাদে পাকগণের পক্ষে আমির ভান্ডার বড় রওজায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন। বুধবার ওরশের দিন এশার নামাজের পর সাপ্তাহিক তাওয়াফ ও সংক্ষিপ্ত মিলাদ অনুষ্ঠান। ওরশের দিন এশার সময় থেকে রাত এগারটা পর্যন্ত মঞ্জিলসমুহে সাউন্ডের ব্যবহার ও বাদ্য-বাজনা সম্পূর্ণ বন্ধ রাখা ও একই সময়ে হাদিয়া তথা পশু দরবারে প্রবেশ করানো নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ করা গাড়িযোগে ডিজে পার্টি বন্ধে কঠোর অবস্থান ধরে রাখা। ওরশের দিন দরবারে শুধুমাত্র আজান, ঘোষণা ও সম্মিলিত মিলাদের জন্য কেন্দ্রীয়ভাবে মাইক ছাড়া কোন মঞ্জিলে মাইক ব্যবহার করতে না পারা ও মেমোরী, সিডি বা পেনড্রাইভের দ্বারা রেকর্ড বাজানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সেই সাথে আমির ভান্ডার দরবার এলাকায় বসানো যাবে না কোন ধরণের মেলা বা দোকানপাট।

চলতি ওরশ শরীফ উপলক্ষে বিগত বছরের ন্যায় সবকিছু ঠিক রেখে সময়ের প্রয়োজনে গৃহিত সিদ্ধান্তসমূহ অনুস্মরণের জন্য সব মহলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এছাড়াও এতে গঠিত একাধিক উপ-কমিটিগুলোকে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল করার মাধ্যমে যে কোন সমস্যার তাৎক্ষনিক সমাধানে গৃহীত পদক্ষেপকে স্বাগত জানানো হয়।

মেসেঞ্জার/রানা/তুষার