ছবি : সংগৃহীত
বগুড়ার আদমদীঘিতে নির্মাণাধীন বাড়ির বেলকনির ছাদ ধসে হামিদুর রহমান হামিদ (৪২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। হামিদুর রহমান হামিদ একই ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত জাহিদুলের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, সোমবার সকালে পুসিন্দা গ্রামে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির দুইতলা নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান রাজমিস্ত্রী হামিদুর রহমান হামিদ। এসময় বেলকনির (বারান্দা) ছাদের সাটারিং খোলার সময় হঠাৎ ধসে মাটিতে পড়ে যান তিনি। এবং তার শরীরে ছাদের খন্ডগুলো পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
মেসেঞ্জার/আলমগীর/তুষার