ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চরফ্যাসনে ৫২টি বেহুন্দি জাল জব্দ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ১৪ জানুয়ারি ২০২৫

চরফ্যাসনে ৫২টি বেহুন্দি জাল জব্দ

ছবি : মেসেঞ্জার

ভোলার চরফ্যাসনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৯টি নোঙর এবং বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছ, ও ৫২টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত ৯ নোঙর নিলামে ২০ হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগরে জমা দেয়া হয়। এবং ৫০ কেজি মাছ গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।  

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ ও চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো.সাইফুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নদীতে অবৈধ জাল নির্মূলকরণ ও অপাসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/সাইফুল/তারেক