ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জয়পুরহাটে ১০ দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩২, ১৫ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ১০ দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এ তারুণ্যের মেলা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের বাস্তবায়নে শহরের সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. শাহানুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে উপস্থাপিত হয়েছে, হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ইত্যাদি।

মেসেঞ্জার/রমি/তুষার