হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউসুফ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইউসুফ মানিকগঞ্জ সদর থানার চর গোবিন্দপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল সানাইল এলাকার চকের ব্রীজ সংলগ্নে এ মর্মান্তিক র্দুঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকাগামী একটি ট্রাক বায়রা ইউনিয়নের বাইমাইল সানাইল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় সড়ক দূর্ঘটনার আইনে মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে।
মেসেঞ্জার/সামি/তুষার