ছবি : মেসেঞ্জার
খুলনার কয়রায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী দারুল হুদা, কয়রা থানার উপ পুলিশ পরিদর্শক মো. রাজেদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমির মো. মিজানুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সাইফুল্লাহ, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, শিক্ষক আব্দুর রউফ, কয়রা গণঅধিকার পরিষদ এর সভাপতি জিএম ইয়াছিন আলী, ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
মেসেঞ্জার/কামাল/তুষার