ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না : অধ্যাপক ড. তোফায়েল আহমেদ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ১৪ জানুয়ারি ২০২৫

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না : অধ্যাপক ড. তোফায়েল আহমেদ

ছবি : মেসেঞ্জার

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না বলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের মূল ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। তাই নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। তিনি আরো বলেন, আগামীতে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদকে আলাদা করা হবে। ৩টি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের একটি ওয়ার্ড গঠন করা হবে।

মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. আরিফ হোসেন, জয়মন্টপ ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জি. হাবীবুল আলম মোহাম্মদ আলী, চারিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীন, সাবেক পৌর কাউন্সিলর নুর আলম বাবুল, ড. জিল্লুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য এফ.এম রিপন আক্তার ফজলু ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, ড. মাহফুজ কবির, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বাদল/তুষার