ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে কেয়ারটেকার হত্যার রহস্য উদঘাটন ও জড়িত ৩ আসামী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ১৪ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে কেয়ারটেকার হত্যার রহস্য উদঘাটন ও জড়িত ৩ আসামী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসকের বাড়িতে কেয়ারটেকার হত্যার রহস্য উদঘাটন ও জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

আসামীরা হলো আল-আমিন কাজী, অভি হাওলাদার, আব্দুর রহমান। তাদের বাড়ি জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, ঢাকায় বসবাসকারী চিকিৎসক পরিবারের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার আলেখারকান্দাতে দীর্ঘদিন যাবৎ ওহাব মাতুব্বর কেয়ারটেকার হিসাবে চাকুরি করতো। ওই চিকিৎসকের নান্দনিক বাড়িটিতে গত ৩১ ডিসেম্বর রাতে চুরির উদ্যোশ্যে ঢোকে আসামীরা। সেসময় পাশের বাড়ির আল আমিন কাজী কে চিনে ফেলায় কেয়ারটেকার কে হত্যা করে তারা।

বাড়িতে কেউ বসবাস না করায় হত্যার ৮ দিন পর নিহতের বড় বোন পিঠা তৈরি করে ওই বাড়িতে গেলে কোন সন্ধান না পেলে খোজাখুজির একপর্যায়ে ভবনের দোতলার সিড়ি কোঠায় হাত-পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের বোন নুরজাহান বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করে।

পরে পুলিশ তদন্ত করে গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও স্ক্র ড্রাইভার উদ্ধার করে পুলিশ।

আসামীরা প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

মেসেঞ্জার/নাজিম/তুষার