ছবি : মেসেঞ্জার
দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক আবু সাঈদ রনিকে সভাপতি এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনস্থ আরসিআরইউ কার্যালয়ে বিদায়ী সভাপতি আব্দুল হাকিমের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
১১ সদস্যের কমিটির অন্যেরা হলেন, সহ-সভাপতি আফসানা মিমি (নিউজ নাউ), সুজন হোসেন (নবরূপ টিভি), সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতেদা (দৈনিক সানশাইন), দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া (খোলা দর্পণ), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব (ব্রেকিং নিউজ), নির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম (আরসি বার্তা), ফারহানা ইয়াসমিন ছন্দা (দেশচিত্র) ও ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।
সভায় ইউনিটির উপদেষ্টা আজমত আলী, ড. সৈয়দ আলী আহসান, মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, মাহাবুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে কমিটিকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন অভিনন্দন জানিয়েছেন।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার