ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় সৎ ভাইকে হত্যার অভিযোগে আব্দুল মাবুদ (৩৮) নামে এক হোমিও চিকিৎসককে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
গ্রেফতার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহ মোহছেন ফকির পাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে।
মঙ্গলবার রাতে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয় বলে ডেইলি মেসেঞ্জারকে জানান সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক প্রশান্ত কুমার ভৌমিক।
জানা যায়, গত বছরের ২৪ নভেম্বর ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাবার সময় শাহ মোহছেন ফকির পাড়ার মৃত নুরুজ্জামানের দ্বিতীয় পুত্র আব্দুস সালাম (৫৭) কে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরিবারের লোকজন খবর পেয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় ৪ ডিসেম্বর সাতকানিয়া থানায় মামলা দায়ের হয়।
ঘটনার পর থেকে নিহতের সৎ ভাই আব্দুল মাবুদ পলাতক ছিলেন। গত শনিবার জাফর নামের আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় প্রধান সন্দেহভাজন সৎ ভাই আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হলো।
মেসেঞ্জার/বাবর/এসকে/ইএইচএম