ছবি : মেসেঞ্জার
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫ এবং তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসবের সদস্য সচিব উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, কর্মশালায় শ্রীমঙ্গলের ২৮টি বিদ্যালয়ের ১৬টি গ্রুপে ৮১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
মেসেঞ্জার/তুষার