ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বিচার বিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ জানুয়ারি ২০২৫

বিচার বিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে

ছবি: মেসেঞ্জার

গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার বিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন টুর্নামেন্টের আহবায়ক এবং  সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আবুল মনসুর মিঞা। ঠাকুরগাঁওয়ে এই টুর্নামেন্ট বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব মোঃ আবুল মনসুর মিঞা বলেন, "খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন দৃঢ় করতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঠাকুরগাও এর বিচারক (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, বিভিন্ন স্তরের বিচারক ও আইনজীবীরা। টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, "এই ধরনের আয়োজন বিচার বিভাগীয় কর্মকাণ্ডে নতুন প্রেরণা যোগ করবে।"

উদ্বোধনের পরপরই প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। টুর্নামেন্টটি আগামী ১ মাস ধরে চলবে, এবং এতে ঠাকুরগাঁও জেলার বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।

 

মেসেঞ্জার/আরিফ/জেআরটি