ছবি : মেসেঞ্জার
হাটহাজারী উপজেলার মিঠাছড়া খালের একাংশের পুনঃখননের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা এলাকার এগার মাইল এলাকায় পুনঃখনন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। এসময় বিএনপি নেতারা জানান, ইউএনও'র উদ্বোধনকৃত জায়গায়ই ১৯৭৯ সালে তৎকালিন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কোদাল দিয়ে নিজ হাতে খাল খননের উদ্বোধন করেছিলেন।
এদিকে আপাতত এগার মাইল থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার খনন করা হবে। পৌরসভার জরুরি ফান্ড থেকে ছয় লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে বলে জানান, পৌর প্রশাসক লুৎফুন নাহার শারমীন। জানা গেছে, মিঠাছড়া খালের উৎপত্তিস্থল থেকে এগার মাইল অংশের পশ্চিম পর্যন্ত ছড়ার অনেক জায়গা ভরাটের পাশাপাশি বেদখল রয়েছে। ১০০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র কর্তৃপক্ষ ছড়া ভরাট করে তাদের সুবিধার্তে ছড়ার উপর পাইপ ব্যবহার করেছেন। একদিকে ভরাট, অন্যদিকে দখল এবং বিদ্যুতকেন্দ্রের সংকীর্ণতার কারণে উজান থেকে নেমে আসা পানি বাধাগ্রস্থ হচ্ছে। এর ফলে বর্ষাকালে পানি ছড়া দিয়ে প্রবাহিত হতে না পেরে পৌরসভা এবং ফতেপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই ছড়ার উৎপত্তিস্থল থেকে পুনঃখনন শুরু করা জরুরি বলে জানান স্থানীয়রা। উজানের পানি নামলে পৌরসভা এবং ফতেপুর ইউনিয়নের হাজার হাজার কৃষক উপকৃত হবে।
পরিমাপ করে দখলকৃত এবং ভরাট হওয়া স্থান উদ্ধার করা হবে জানিয়ে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, আপাতত পৌরসভার অংশ পৌরসভার ফান্ড থেকে। বাকি অংশ উপজেলা পরিষদ প্রয়োজনে জেলা থেকে সহযোগিতা নেয়া হবে। তিনি বলেন, ছড়াটি যেমন সকলের কাজে আসবে তেমনি সকলকে সহযোগিতা করতে হবে। বৃহত্তর স্বার্থে প্রশাসন এবং সাধারণ মানুষ এক হয়ে কাজ করলে সফলতা অবশ্যই আসবে।
এসময় উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, পৌরসভা বিএনপি'র আহবায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব মো. অহিদুল আলম, যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর, সাহেদুল আজম সাহেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/সুমন/তুষার