ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চন্দনাইশে মাটি কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড, ট্রাক জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ১৫ জানুয়ারি ২০২৫

চন্দনাইশে মাটি কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড, ট্রাক জব্দ

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় রাতের আঁধারে কৃষি জমির উপরের স্তর (টপ সয়েল) মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় মাটিভর্তি একটি মিনি ট্রাক হাতেনাতে ধরার পর চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ এলাকার মো. আশরাফের ছেলে মো. জোবায়ের (২৮), সাতবাড়িয়া ইউনিয়নের মরহুম শামসুল ইসলামের ছেলে নুরুল করিম (২৭) এবং সাতকানিয়ার ছিদ্দিক আহমদের ছেলে হাবিবুর রহমান (২৫) কে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, কৃষি জমির টপ সয়েল কাটা নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন জানান, বেশ কিছুদিন ধরে অভিযান চালিয়েও মাটি খেকোদের থামানো যাচ্ছিলো না। তাই এবার কারাদণ্ড প্রদান করা হয়েছে। চন্দনাইশে কোনো অবৈধ কাজে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য উপস্থিত ছিলেন। পরে আটকৃতদের চন্দনাইশ থানা  পুলিশের সহযোগিতায় জেল হাজতে প্রেরণ করা হয়।

মেসেঞ্জার/টিপু/তুষার