ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফটিকছড়িতে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান 

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২১, ১৫ জানুয়ারি ২০২৫

ফটিকছড়িতে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান 

ছবি : মেসেঞ্জার

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের ফটিকছড়তে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা কমপ্লেক্স মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভিন আহমদ চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা মো. আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।

মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা মেলায় অংশ নেয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। এবার ফটিকছড়িতে জাতীয় বিজ্ঞান মেলায় ৩৪টি স্কুল ও ৪ টি কলেজ অংশগ্রহণ করেছে।

মেসেঞ্জার/তুষার