ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১৫ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে বিজিবি

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও রেলস্টেশন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০ বিজিবির উদ্যোগে, রেলস্টেশন এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই সহায়তা পেয়ে খুশি স্থানীয় জনগণ।

সেক্টর কমান্ডার বিজিবি ঠাকুরগাঁও কর্নেল গোলাম রব্বানী বলেন, "আমরা সব সময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছি। তাদের কষ্ট লাঘব করতে এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ, মেজর আহসান কবীর সহ অন্যান্য সদস্য। ঠাকুরগাঁও রেলস্টেশন এলাকায় বিজিবির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। শীতার্ত মানুষের জন্য এ ধরনের সহায়তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

মেসেঞ্জার/আরিফ/তারেক