ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

২২ ঘণ্টা পরে বিএসএফের হাতে আটক বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১৫ জানুয়ারি ২০২৫

২২ ঘণ্টা পরে বিএসএফের হাতে আটক বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) খুলনার জেলা ডা. রহমানের ছেলে শেখ আলীমুর রহমান (৩৮)। তিনি সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিলেন, সেই সময় বিএসএফের বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

তাকে আটক করে নিয়ে যাওয়ার ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিম আহমেদ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে বেউরঝাড়ী মেইন পিলার নং ৩৮১ এর শূন্যরেখায় ঘোরাঘুরি করার সময় বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। বুধবার (১৫ জানুয়ারি), সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিম আহমেদ এবং বিএসএফের কমান্ড্যান্ট জি পামেই। বৈঠকে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ওই বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মেসেঞ্জার/আরিফ/তারেক