ঢাকা,  বৃহস্পতিবার
১৬ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মানিকগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ১৫ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম লায়লা আরজু (৬২)। লায়লা আরজু দুই সন্তানের জননী।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার সেকেন্দার হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে বাজার করতে বের হয়। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে জবাই করে হত্যা করেছে।

খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মেসেঞ্জার/সামি/তুষার