ছবি : মেসেঞ্জার
খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি মো. সবজেল হোসেন। গত মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন তার হাতে সম্মাননা হিসেবে পুরস্কার তুলে দেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে মামলার তদন্ত, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ অর্জন সম্পর্কে ওসি মো. সবজেল হোসেন বলেন, “এটি শুধু আমার একার অর্জন নয়, এটি পাইকগাছা থানার সকল কর্মকর্তা-কর্মচারী এবং পাইকগাছা উপজেলার জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। পুরস্কারটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। এটি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে জনগণকে আরও সেবা দেওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, একই অনুষ্ঠানে পাইকগাছা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন পরপর তিনবার বেস্ট অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
মেসেঞ্জার/সবুজ/তুষার