ছবি : মেসেঞ্জার
ডেইলি ম্যাসেঞ্জারে সংবাদ প্রকাশের পর রংপুরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক মত বিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিব বর্ষের ছবি সম্বলিত পেপার উপস্থাপন করাযর ঘটনায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি- নেসকোর তিনকর্মকর্তাকে বদলী করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে তাদের বদলীর আদেশ জারি করে চিঠি ইস্যু করেন নেসকোর প্রধান কার্যালয়ের প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন দপ্তরের উপ-মহা ব্যবস্থাপক রহম উল্লাহ আল ফারুক। ওই পত্রে নেসকো রাজশাহী ও রংপুর বিভাগের নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরীকে ইঞ্জিনিয়ারিং দপ্তরের নির্বাহী পরিচালক, প্রকল্প বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালিননে নওগা, উপ বিভাগীয় প্রকৌশলী ইয়াকুব আলীকে পাবনার ইশ্বরদীতে বদলীর কথা বলা হয়।
চিঠিতে বলা হয় ১৪ জানুয়ারি তারিখেই বর্তমান দপ্তর থেকে অব্যাহতি নিতে হবে। তা না হলে ১৫ জানুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।
গত মঙ্গলবার রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছিল নেসকো। এসময় এসংক্রান্ত নেসকোর প্রেজেন্টেশন দিচ্ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালিন। এলইডি স্ক্রীনে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত মুজিববর্ষের লোগো আসে প্রেজেন্টশনে। সাথে সাথেই ল্যাপটপ এবং এলইডি স্ক্রিন বন্ধ করে দেয় আয়োজকরা। শুরু হয় তুমুল হট্টগোল। তীব্র প্রতিবাদ জানান সেখানে উপস্থিত জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বাতিলের সাথে যুক্ত আন্দোলনের নেতারা। এ ঘটনাকে পরিবকল্পিতভাবে ফ্যাসিবাদ পূনর্বাসনের নকশা হিসেবে উল্লেখ করেন তারা।
পরে সভার সভাপতি ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান ঘোষণা দেন এ ঘটনায় জড়িতদের বিচার এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রম বন্ধ থাকবে। পরে সভা পন্ড হয়ে যায়। এ ঘটনায় জেলা প্রশাসক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লিখিত চিঠি পাঠান। নেসকো চিঠি পেয়ে তদন্ত কমিটি করে। এরপরই নেয়া হলো ব্যবস্থা।
এ নিয়ে সেদিন সংবাদ প্রকাশ করে ডেইলি ম্যাসেঞ্জার।
রংপুরের ডিসি জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতিবিনময় প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবি ব্যবহারের বিষয়টি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই নেসকো এই উদ্যোগ নিয়েছে। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে কেউ ধরণের ঘটনার সাথে যুক্ত হলে থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ডিসি।
মেসেঞ্জার/তুষার