ছবি : মেসেঞ্জার
ঠাকুরগাঁওয়ের শুকানপুকুরীতে ‘সমাজ কল্যাণ যুব সংঘ’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এলাকার ১০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ। কম্বল পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের এই উদ্যোগকে প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব মানুষের পাশে থাকতে।’
উল্লেখ্য, সমাজ কল্যাণ যুব সংঘ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে।
মেসেঞ্জার/আরিফ/তুষার