ছবি : মেসেঞ্জার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও শহরের সেনুয়া কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
কবর জিয়ারতের সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে সকাল ৯:১৫ মিনিটে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ নিশ্চিত করে বলেন, মির্জা ফখরুল গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৈত্রিক বাড়ি কালিবাড়িতে এসে পৌঁছেছিলেন। এসময় তিনি বিভিন্ন ব্যক্তিগত ঘরোয়া পরিবেশে অংশ নিয়েছিলেন।
মেসেঞ্জার/আরিফ/তুষার