ছবি : মেসেঞ্জার
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আজিজুল হক তালুকদারের ছেলে মো. তাইজুল তালুকদার (৫০), আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া পালোয়ান বাড়ি এলাকার মৃত ঠান্ডু পালোয়ানের ছেলে মো. মানিক পালোয়ান (৪০), আশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া এলাকার মৃত আহমেদ জলিল মাস্টারের ছেলে মো. আশরাফ আহমেদ (৪০) এবং আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি ও আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মৃত মুজিবুল হকের ছেলে মো. মমিনুল হক (৪৫)।
পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ ও কয়েক শত লোক আহত হয়। এসব ঘটনায় হতাহতের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/নোমান/তুষার