ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৭, ১৬ জানুয়ারি ২০২৫

ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলাম এর উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝিলটুলী কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদুর রহমানের সভাপতিত্বে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তব্যে শিক্ষার্থীরা জানান, কলেজের প্রিন্সিপাল স্যারকে হত্যার উদ্যেশ্যে সন্ত্রাসীরা হামলা করেছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

মেসেঞ্জার/নাজিম/তুষার