ছবি : সংগৃহীত
বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে সদর উপজেলার বারপুর মাদারতলা মোড় এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুন্না (১৬)। সে সদর উপজেলার বারপুর এলাকার আলমের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, সকাল সোয়া ১০ টার দিকে ওই এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন শজিমেক নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুন্নার মরদেহ শজিমেকের মর্গে রাখা হয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/তুষার