ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সামাজিক সংগঠন নাগরিক অধিকার’র অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:০৭, ১৬ জানুয়ারি ২০২৫

সামাজিক সংগঠন নাগরিক অধিকার’র অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

ছবি : মেসেঞ্জার

সামাজিক সংগঠন নাগরিক অধিকার এর অভিষেক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সামাজিক সংগঠন নাগরিক অধিকার এর অভিষেক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু আহমেদ রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল হক। বিশেষ অতিথি ছিলেন নাগরিক অধিকার এর উপদেষ্টা মন্ডলী সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, উপদেষ্টা ও মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস্ এর সভাপতি সামসুল হুদা, উপদেষ্টা তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল আওয়াল মজনু, প্রভাষক এস এম লুৎফুর রহমান, উপদেষ্টা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, জহিরুল হক তাহির।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার এর সহ-সভাপতি কাওছার আমীর, শেখ আব্দুল হাকিম, আব্দুল কাইয়ুম, শেখ জালাল, এসএম সুরুজ আলী, কামরুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন, সাংবাদিক ছানু মিয়া, আমিন আলী সিদ্দিক, দিপ্ত রায়, সাংগঠনিক সম্পাদক আশাহীদ আলী আশা, শেখ হারুনুর রশিদ, সোহেল আহমেদ রানা, আ. আজিজ, মুজিবুর রহমান, সাংবাদিক সাইফুর রহমান তারেক, অর্থ সম্পাদক লিটন রায়, মো. রহিম মিয়া কাইরুল ইসলাম, সাংবাদিক এসকে সুজনসহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে অতিথিদের মাঝে নাগরিক অধিকার এর পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মেসেঞ্জার/হাসিব/তুষার