ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ১৬ জানুয়ারি ২০২৫

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহের কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জনি রায় (৩৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। আহত যুবক উপজেলার সিংগী গ্রামের লক্ষন রায়ের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জনি রায়।

থানায় করা অভিযোগ থেকে জানা গেছে , বুধবার রাতে (১৫ জানুয়ারি) জমি সংক্রান্ত ব্যাপারে কথা কাটা-কাটির জেরে জনি রায়ের বড় ভাই লিটন রায় তাকে ঝাপটে ধরেন, এ সময় লিটন রায়ের স্ত্রী পাপিয়া রায় ইট দিয়ে জনির মাথা ও চোখে আঘাত করেন। সে সময় জনি রায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন।

এসময় জনি রায়ের মাথায় ১৬ টি সেলাই দেওয়া হয় । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার চোখের উন্নত চিকিৎসার জন্য খুলনা যাওয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে জনি রায় জানান, আমার ভাই ও ভাবি পূর্বেও আমার মাথায় আঘাত করেছিল আমাকে মেরে ফেলার জন্য। সে সময় আমার মাথায় ৬ টি সেলাই দেওয়া লেগেছিল। এবার আমার চোখের অবস্থা আরো খারাপ। এ ঘটনার সুষ্ঠ বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি।

ঘটনার সত্যতা জানতে চেয়ে লিটন রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/শাহজাহান/তুষার

আরো পড়ুন