ছবি : সংগৃহীত
বগুড়ার কাহালু থানাধীন চাঞ্চল্যকর রাকিব’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামী শ্রী ফনি চন্দ্র প্রাঃ (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রংপুর থেকে ফনিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফনি কাহালু উপজেলার শিব কলমা এলাকার শ্রী প্রফুল্ল প্রামানিকের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
কোম্পানি কমান্ডার আরও জানান, গত বছর ৩০ আগস্ট সকাল ৭ টার দিকে ভিকটিম রাকিব’কে তার বাড়ীর সামনে থেকে পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে আসামীরা জোর করে অটো ভ্যানযোগে শিবা কমলা নামক গ্রামে নিয়ে দেশীয় অস্ত্র দ্বারা এবং পিটিয়ে হত্যা করে।
পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে বগুড়া কাহালু থানায় ৭ জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১৩, সিপিএসসি রংপুর এর একটি যৌথ অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন লতিফপুর ইউনিয়নস্থ জায়গীরহাট সাকিনস্থ এস.এ এগ্রো ফিড কোম্পানীর ভেতর থেকে ফনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়।
মেসেঞ্জার/আলমগীর/তুষার