ছবি : মেসেঞ্জার
চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ২ নং জোয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতেহ নগর বড়ুয়াপাড়া এলাকার শশাঙ্কর বড়ুয়া ও তৃষাঙ্কর বড়ুয়ার ২টি ঘর পুড়ে ছাই হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিপাতের ঘটনা ঘটলে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় উদ্ধার করতে গিয়ে ধুয়া ডুকে মিটন বড়ুয়া নামে একজন আহত হন।
এ ঘটনায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, উপজেলা ফায়ার সার্ভিসের সাব ইন্সপেক্টর সাবের আহমেদ।
ক্ষতিগ্রস্ত তৃশাঙ্কর বড়ুয়ার ছেলে অনিক বড়ুয়া বলেন, এই মাসের ৩০ তারিখ আমার বিয়ে। বিয়ের জন্য আনা কাপড় শাড়ি ও গহনা পুরো প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
মেসেঞ্জার/টিপু/তুষার