ছবি : মেসেঞ্জার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছে বিএনপির ফরিদপুর জেলার ও কেন্দ্রীয় নেতারা। ফরিদপুরে চারটি সংসদীয় আসন।
ফরিদপুর - ১, সংসদীয় আসন গঠিত হয়েছে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে। ফরিদপুর - ২ আসন গঠিত হয়েছে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। ফরিদপুর - ৩ সংসদীয় আসন গঠিত হয়েছে ফরিদপুর সদর উপজেলা নিয়ে আর ফরিদপুর - ৪ সংসদীয় আসন গঠিত হয়েছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে।
এই চারটি আসনে আগাম নির্বাচনী গণসংযোগে রয়েছে নেতারা। ফরিদপুর সংসদীয় আসন ১ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন ঝুনু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
ফরিদপুর সংসদীয় আসন - ২ থেকে গণসংযোগ করে যাচ্ছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
ফরিদপুর সংসদীয় -৩ আসন থেকে গণসংযোগ করছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভুইয়া পিংকু ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা।
ফরিদপুর সংসদীয় আসন -৪ থেকে গণসংযোগ করছেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির।
উক্ত নেতারা প্রতিদিনই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে বিভিন্নভাবে গণসংযোগ করে যাচ্ছেন এবং এলাকাবাসীদের সাথে কুশল বিনিময় করছেন।
মেসেঞ্জার/নাজিম/তুষার