ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে যারা নদী পাড়ের জন্য এরই মধ্যে ঘাটে অবস্থান করছেন তারা শীতে দুর্ভোগে পড়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ফলে শুক্রবার ভোরের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। আর দৌলতদিয়া প্রান্তে রয়েছে পাঁচটি ফেরি।
মেসেঞ্জার/তারেক