ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝালকাঠিতে ৭ ছাত্রীকে পিটিয়ে আহত করায় হামলার শিকার প্রধান শিক্ষক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ১৭ জানুয়ারি ২০২৫

ঝালকাঠিতে ৭ ছাত্রীকে পিটিয়ে আহত করায় হামলার শিকার প্রধান শিক্ষক

ছবি : মেসেঞ্জার

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম এবং ১০ম শ্রেণির ৭ ছাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেনের ওপর হামলার চালায়। পরে খবর পেয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ছাত্রীদের পেটানোর এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদেরকে তাদের সহপাঠী, অভিভাবক ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আহত শিক্ষার্থীরা জানান, আগামী (২৮ জানুয়ারি) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে। সে জন্য ক্লাস শেষে কয়েকজন ছাত্রী দলীয় নৃত্যে অংশ নেয়ার উদ্দেশে মোবাইল ফোনে গান বাজিয়ে নাচ শিখছিল, অন্যরা সেটি দেখছিল।

বিষয়টি প্রধান শিক্ষকের নজরে এলে নিষেধ থাকা সত্ত্বেও বিদ্যালয়ে মোবাইল ফোন আনায় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের পিটিয়ে আহত করেন। এতে ৭ শিক্ষার্থী আহত হয়। এরা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য এক শিক্ষার্থী একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/মিঠুন/তারেক