ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কর্ণফুলীতে ভাসানচর থেকে ‘পালিয়ে আসা’ ৯ রোহিঙ্গা আটক

কর্ণফুলী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ১৭ জানুয়ারি ২০২৫

কর্ণফুলীতে ভাসানচর থেকে ‘পালিয়ে আসা’ ৯ রোহিঙ্গা আটক

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে কর্ণফুলীর পারকি থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্ণফুলী থানাধীন পারকি এলাকা থেকে ওই নয়জনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের থানা–পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

আটক রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের মো. ইউনুছ (২৫), মো. আজিজ (৩৪), মো. এহছান (২২), আব্দুর নুর (২৭), ০৫। নুর মোহাম্মদ (২৪), মো. ইয়াছিন জোহার (২৮), আমান উল্লাহ (২৭), মো. নছিম (৪১) এবং মো. উসমান (২৭)। 

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে পারকি এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। পরে কর্ণফুলী থানার পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গারা কক্সবাজারের আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাদের আত্মীয় থাকে। তারা আত্মীয়ের সঙ্গে দেখা করতে ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে পুলিশ জানায়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নয়জনকে আটক করে থানায় নিয়ে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/আকাশ/তারেক