ছবি: সংগৃহীত
গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী'র পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে এথিকস অলিম্পিয়াড ও তাকদিস সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সভাপতিত্বে শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত এথিকস অলিম্পিয়াড ও তাকদিস সংলাপে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আকিকুল হক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী এবং কী নোট স্পিকার ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান।
মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) যৌথভাবে এথিকস অলিম্পিয়াড ও তাকদিস সংলাপ আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্র অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফ নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং মানবিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী’র উদ্যোগে এখানে নিয়মিত শিক্ষা, নৈতিকতা, এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এই দরবারের শিক্ষা কার্যক্রমগুলো তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করে তুলছে।
বক্তারা আরো বলেন, এথিকস অলিম্পিয়াড ও তাকদিস সংলাপ এর মতো উদ্যোগ মাইজভাণ্ডার দরবার শরীফের দৃষ্টিভঙ্গির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দরবারের শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিস্তারে ভূমিকা রাখা। হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী’র শিক্ষায় দেখা যায়, কীভাবে নৈতিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই কার্যক্রমের মাধ্যমে দরবার শরীফ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
আগামি ২৪ জানুয়ারি মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মেসেঞ্জার/এসকে/ইএইচএম