ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার সদরে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, যারা তথ্য সংগ্রহ করবেন অবশ্যই যথাযথ দায়িত্বের সঙ্গে কাজ করবেন এবং প্রতিটি বাসায় ভালোভাবে খোঁজ নিবেন।
নতুন করে কেউ ভোট লেখাবে কি না বা উপযুক্ত বয়স হয়েছে কি না, আশা করছি আপনাদের সহযোগিতায় নতুন করে এগিয়ে যাবে বাংলাদেশ। কোন রোহিঙ্গা যাতে কোন ভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেয়া হয়েছে।
দিনব্যাপি এই প্রশিক্ষণে ৯৭ তথ্যসংগ্রহকারী ও ২০ জন সুপারভাইজার সহ মোট ১১৭জন অংশগ্রহণ করেন। আগামী ২০ জানুয়ারি হতে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবেন।
মেসেঞ্জার/রায়হান/জেআরটি