ছবি: মেসেঞ্জার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ) বিকেলে সুখছড়ি কামারদীঘি পাড় মাঠে এ টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আরিফুর রহমান ,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম ,উপজেলা যুবদের আহবায়ক শব্বির আহমদ ,পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইদ্রিস সিকদার ,সদস্য সচিব দেলোয়ার হোসেন ,আমিরাবাদ ইউনিয়ন বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব আলম, কলাউজান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম,এ,শুক্কুর , শ্রমিকদল নেতা এস এস দেলোয়ার, কামাল উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নেওয়াজ হোসাইন নিষাদ, যুবদলনেতা আবু তালেব, ইসমাঈল, আমিরাবদ ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রহিম ,কায়েস,মোমিন,মনজুর, বাদশা, শাহাজান প্রবাসী আবদুল মাবুদ, প্রবাসী আজিজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নাজমুল মোস্তফা আমিন বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছে। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। স্বৈরাচার মুক্ত হয়েছে,এখন দেশ গড়ার পালা। তিনি আরও বলেন,খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। এত সুন্দর টুর্নামেন্টের আয়োজনকারীদেরধন্যবাদ জানাই।খেলায় পুটিবিলা ইউনিয়ন ও পুটিবিলা ফুটবল একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।।
মেসেঞ্জার/রায়হান/জেআরটি