ছবি: মেসেঞ্জার
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।স আজ সকালে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এ তারুণ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বই, দেশীয় পিঠা, প্রসাধনী,কারুপণ্য ও কুটিরশিল্প, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ মোট ৪০টি স্টল নিয়ে মেলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্টানে জেলা প্রশাসক বলেন, যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের পণ্য গুলো প্রচার প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/শাহজাহান/জেআরটি