ছবির ক্যাপশন: গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের সংবাদ সম্মেলনের ছবিটি শনিবার দুপুরে তোলা- টিডিএম।
মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানের বাড়িতে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্ঘবদ্ধ ডাকাতির ঘটনায় প্রায় ১৩ দিন পর মূল পরিকল্পনাকারীসহ ডাকাত চক্রের ৭ সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ সময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লুট করা পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনার পরের দিন গত ৬ জানুয়ারি সকালে অতিরিক্ত সচিব মো. সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানে নামে পুলিশ। পরে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী মো. সালাউদ্দিন চৌকিদার (৩৭) কে প্রথমে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাত-চক্রের সদস্যরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে অভিযুক্তদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রসহ লুন্ঠিত মালামাল।
পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ ঘটনা গ্রেপ্তারকৃত বাকি সদস্যরা হলো, মো. রুবেল হোসেন (৩৬), সজীব মিয়া (২৫), ফয়সাল (২৭), মিলন (৩৮), মো. ওবায়দুল হক সুমন (২৭) ও উজ্জ্বল দাস (৪৮)। তবে ঘটনার মূল অভিযুক্ত ও মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হয়েছে মো. সালাউদ্দিন চৌকিদার (৩৭)।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খাঁনের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন গত ৬ জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
মেসেঞ্জার/শুভ/তুষার