ঢাকা,  রোববার
১৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কম্বল পায়া মন শান্তি, শীতের মধ্যে গাওত দিবার পাম

শাকিল আহম্মেদ, ফুলছড়ি (গাইবান্ধা)

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ জানুয়ারি ২০২৫

কম্বল পায়া মন শান্তি, শীতের মধ্যে গাওত দিবার পাম

ছবি : মেসেঞ্জার

‘সারারাত শীতে ছটপট করোম, মুই গরীব মানুষ কম্বল কেনার টাকা নাই। মানুষের বাড়িতে ভিক্ষা করে খাম। ছাত্ররা মোক কম্বল দিছে। কম্বল পায়া মন শান্তি, শীতের মধ্যে গাওত দিবার পাম’- উত্তারাঞ্চলের গাইবান্ধার ফুলছড়িতে হাড় কাপানো জবুথবু শীতে কম্বল পেয়ে কথাটি বলেছিলেন মাছের ভিটা গ্রামের বৃদ্ধ ভিক্ষুক আবু তালেব (৬৫)।

গাইবান্ধার ফুলছড়ি নদ-নদী বেষ্টিত চরাঞ্চল। ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে ফুলছড়িতে তুলনামূলকভাবে শীতের প্রভাব যেমনি বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে অসহায়, দুস্থ, গরীব ও ছিন্নমূল মানুষের কস্ট। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এসব শীতার্ত মানুষদের কস্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কালীর বাজারের থানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে অসহায়, গরীব ও শীতার্ত, দুস্থ মানুষদের মাঝে উপজেলার বিভিন্ন স্থানে ৩০০ কম্বল বিতরণ করা হয়। এই তীব্র শীতে উষ্ণ কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র মানুষ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মাসুদ রানা, মুখপাত্র জাহিদ হাসান জীবন, যুগ্ম আহবায়ক শাকিল শেখ, নাহিয়ান, সৈকত, জাকিরুল ইসলাম, জেলা শাখার সদস্য সিহাব, স্বাধীন, সিয়ামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তারাঞ্চলের গাইবান্ধা শীতের তীব্রতা সবসময় বেশি থাকে। এসময় অসহায়,দুস্থ গরীব মানুষ মানবেতর জীবন-যাপন করে। এসব শীতার্তদের উষ্ণ রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করছি। নতুন এক বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইতোমধ্যে অনেক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা দেশের মানুষের পক্ষে ছিলাম, আছি,  থাকব এবং ভবিষ্যতেও মানুষকে ভাল রাখার জন্য সবসময় কাজ করে যাবো।

মেসেঞ্জার/তুষার