ঢাকা,  রোববার
১৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কামালপাড়া যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল

সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম)

প্রকাশিত: ১৮:৪৫, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪৭, ১৮ জানুয়ারি ২০২৫

কামালপাড়া যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সংগঠন কামালপাড়া যুব সংঘের কার্যকরী সংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে পরিষদের হল রুমে সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ এরশাদ, সমাজ সেবক মো. শফিকুল ইসলাম, নুরুল আজম রাশেদ।

এছাড়া কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যাপক আহসান আরিফ চৌধুরী জুয়েল।

সভা শেষে গুনীজন সংবর্ধনায় জাগৃতি সভাপতি ওসমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, উজ্জীবনের সভাপতি ওমর ফারুক মিন্টু সাধারণ সম্পাদক মো. পারভেজ, হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত কর্মচারী সুনীল সিংহকে সংবর্ধিত করা হয় এবং দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সময় কামালপাড়া যুব সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ ও কার্যকরী কমিটির সকল সদস্যসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

মেসেঞ্জার/তুষার