ছবি : মেসেঞ্জার
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক, প্রতিষ্ঠা ও গৌরবের ৪০বছর পূর্তি উদযাপন উপলক্ষে মিলন মেলা আগামী ৭ এবং ৮ ফেব্রুয়ারি উদযাপন হবে।
৪০বছর পূর্তি ও মিলন মেলা উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে বার আউলিয়া ডিগ্রী কলেজ হল রুমে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক শফিক আহমদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পীর আউলিয়া স্মৃতি বিজড়িত বার আউলিয়া ডিগ্রী কলেজ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ৪০বছর পূর্ণ করেছে। উচ্চ শিক্ষার মহান বিদ্যাপীঠ হিসেবে গৌরবের ও প্রতিষ্ঠার ৪০বছর আমরা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আগামী ৭ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। কর্মসূচির বিস্তারিত কার্যক্রম আপনাদের মাধ্যমে এতদাঞ্চলের সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গগণ, আমাদের সম্মানিত অভিভাবক সমাজ এবং এ কলেজের বিগত ৪০বছরের সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে অবহিত করার প্রয়োজনীয়তা উপলদ্ধি করা আপনাদের সাথে মতবিনিময় করা প্রয়োজন বলে মনে করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০মিনিটে কলেজ প্রাঙ্গন থেকে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন পর্যন্ত বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হবে। দুপুরে অংশগ্রহণকারী সবার জন্য মেজবানের ব্যবস্থা রয়েছে। ৮ ফেব্রুয়ারি সারাদিন প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত অনুষ্ঠান, স্মৃতিচারণ, মিলনমেলা, ফ্যামেলী ডে, সমাপনী অধিবেশনের কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও বলেন,৪০বছর ধরে সারা পৃথিবীতে যারা ছড়িয়ে, ছিটিয়ে আছে, বিভিন্ন পেশায় কাজে কর্মে জড়িত আছে, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলকে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠানমালায় অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যে রেজিস্ট্রেশন পর্ব চলমান রয়েছে সংশ্লিষ্ট এলাকায় এবং অনলাইন প্রক্রিয়ায় রেজিস্টেশন চলছ। সকলকে রেজিস্ট্রেশনের আওতায় আসার অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে কর্মসূচির ব্যাপক প্রচারণা প্রত্যাশা ও সহযোগিতা কামনা করছি।
এ সময় কলেজ অধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথ, অধ্যাপক সাইদুল আজিম চৌধুরী, শিক্ষার্থী পরিষদের সচিব,বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি এডভোকেট জসিম উদ্দিন,সুভাষ চন্দ্র নাথ, প্রাক্তন শিক্ষার্থী সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, নজরুল ইসলাম, সায়েম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ কলেজের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লোহাগাড়ার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/তুষার